এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে গতকাল বিকাল ৪টায় পাটকেলঘাটা নিজস্ব কার্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারী পালিত হয়েছে।
পরিষদের সভাপতি কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিরা মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের অধ্যক্ষ আসাদুল হক আসাদ, তালা উপজেলা জাসদের সিনিয়র নেতা জাকির হোসেন, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাষ্টার বিধান দাশ, সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম.এম.জামান মনি, রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সদস্য গোবিন্দ ঘোষ, ইমরান হোসেন। আলোচনা সভা শেষে ২১শের সঙ্গীত পরিবেশন করেন খুলনা বেতারের সঙ্গীত শিল্পি উস্তাদ শংকর কুমার দে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারন সম্পাদক আশুতোষ।














