থানায় অভিযোগ – চাঁদার টাকা না দেয়ায় বকচরে বাড়ি নির্মানের কাজ বন্ধ

0
332

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর শহরের বকচর বিহারী কলোনী এলাকায় ধার্য্যকৃত চাঁদার টাকা না দেয়ায় চিহ্নিত চাঁদাবাজরা ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযৈাগ উঠেছে। এই অভিযোগে বাড়ির মালিক যশোর কোতয়ালি মডেল থানায় ও যশোর পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছেন। যদিও পুলিশ দাবি করছে দুই পরেই পাল্টা পাল্টি অভিযোগ রয়েছে।
বকচর কবরস্থান গলির আনোয়ার হোসেনের ছেলে মুরাদ হোসেন উল্লেখ করেছেন, বকচর বিহারী কলোনীর ইসমাইলের ছেলে মুন্না, আরমান ওরফে ফেকু ও মান্টু তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় তারা তার ঘর নির্মাণে বাধা দেয়। তাড়িয়ে দেয়া হয় মিস্ত্রিদের। এরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। এছাড়া তার পরিবারের লোকজনের জীবন নাশের হুমকি দিচ্ছে তারা। গত ২৩ ফেব্রুয়ারি ফের চাঁদার টাকা নিতে আসে তারা। তাদের চাহিদা অনুযায়ী টাকা না দেয়ায় খুন করে লাশ গুম করার হুমকি দিয়েছে। এ ঘটনায় যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অ্যাডভোকেট বাবুলকে জানান। প্রতিকার না পেয়ে তিনি কোতয়ালি মডেল থানায় অভিযোগ দেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই তুহিন জানিয়েছেন, পর পর তিনবার নোটিশ করার পর অভিযুক্ত মুন্না হাজির হয়নি। তারপর স্থানীয় কাউন্সিলর বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে অভিযুক্ত মুন্না অভিযোগকারী মুরাদের বিরুদ্ধে পাল্টা একটি অভিযোগও দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here