বাঁশ কাটাকে কেন্দ্র করে ঝিনাইদহে ভাতিজার হাতে চাচা খুন

0
426
ঝিনাইদহ সদর  প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার চর খাজুরা গ্রামে আতিয়ার রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে বাড়ির পাশের জমিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সেসময় আতিয়ার রহমান অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল পরিবারটিতে। তবে সোমবার বিকেলে বাকবিতন্ডার এক পর্যায়ে নিহত আতিয়ার রহমানের ছোট ভাই আল আমিন তার স্ত্রী রজীনা ও ছেলে রমজান আতিয়ার রহমানের উপর আক্রমন করে। সেসময় কিল, ঘুষির ঘটনা ঘটে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বাঁশ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। তবে নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের স্ত্রী বাদি হয়ে ঝিনাইদহ থানায় একটি এজাহার দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here