স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার সকালে শহরস্থ চাচড়া চেকপোস্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যশোর জেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ রবিউল হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি বাবু শ্রী ভূষণ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি বিশ্বনাথ ঘোষ বিসু প্রমুখ।
উক্ত সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ৫ সদস্য বিশিষ্ট নতুন অাংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মোঃ রবিউল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহিম বক্স দুদু, সহ-সভাপতি হিসেবে সাদেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর সিদ্দিকী এবং উপদেষ্টা হিসেবে আজিজুল আলম মিন্টুর নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য পরবর্তীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় আঞ্চলিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে














