শৈলকুপায় মরহুম শিকদার মোশাররফ হোসেন সোনা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

0
323
নোমান পারভেজ, শৈলকূপা ঝিনাইদহ :  ঝিনাইদহের শৈলকুপায় মরহুম শিকদার মোশাররফ হোসেন সোনা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে। ১ মার্চ মঙ্গলবার বিকালে হাকিমপুর ইউনিয়নের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে এ ফুটবল খেলার উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী বেগম। হাকিমপুর ইউনিয়ন বাসীর আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান শিকদার কামরুজ্জামান জিকু,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ  ওয়াজেদ আলী, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শাওন শিকদার ,ইউপি সদস্য আবু মুসা জোরদার, মজনু,খেলাফতসহ অন্যান্য ইউপি সদস্যরা। খেলার প্রথমদিনে ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করবে। খেলা উপভোগ করতে আশপাশ এলাকা থেকে হাজার হাজার দর্শকরা ভিড় করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here