রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধঃ যশোরের চৌগাছায় দিনে-দুপুরে ২ লক্ষ টাকা ছিনতাই হয়েছে সদ্য দেশে ফেরা সৌদি আরব প্রবাসি আবু বক্কর সিদ্দিকের। রবিবার (৬ মার্চ) দুপুর ১.০০ টার দিকে শহরের সনু ডাক্তার এর মোড়ের সামনে এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভেঙ্গে পড়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।
ঘটনার বিবরনে জানা যায়,ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক উপজেলার ফুলসারা ইউনিয়ন এর সোয়েবনগর (আড়ারদাহ) গ্রামের বাসিন্দা। তিনি বাড়ি নির্মাণ কাজের জন্য রড-সিমেন্ট ক্রয় করতে এ টাকা উত্তোলন করেন। জানা যায়,আবু বক্কর সিদ্দিকের স্ত্রী গোলাপী খাতুন দুপুরে বেসরকারি ইসলামী ব্যাংক চৌগাছা শাখা থেকে ২ লক্ষ টাকা তুলে তার ভ্যানেটি ব্যাগে রাখে। ব্যাংক থেকে একটু দূরেই সনু ডাক্তারের মোড়ে সনু ডাক্তারের ঔষধের দোকানে গিয়ে বসে। পরবর্তীতে ছিনতাইকারীরা ব্যাংক থেকেই তার পিছু নেয়। সুযোগ বুঝে মহিলার হাতে থাকা ব্যাগ কেটে টাকা বের করে নিয়ে পালিয়ে যায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে চোর চক্রের সদস্যকে শনাক্তের চেষ্টা চলছে।















