যশোরে এমআরডিআই এর উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

0
264

স্টাফ রিপোর্টার : যশোরে উপজেলা পর্যায়ে এনজিও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এমআরডিআইয়ের আয়োজন ও যশোর জেলা প্রশাসনের সহায়তায় তথ্য অধিকার আইন-২০০৯; এনজিও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতাবৃদ্ধি ও অনলাইন কোর্স পরিচিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার যশোর সার্কিট হাউসে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। স্বাগত বক্তৃতা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর। কর্মশালার প্রথম দিনে শার্শা, ঝিকরগাছা, চৌগাছা ও বাঘারপাড়ার ৮৭টি এনজিওর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। রোববার কর্মশালার সমাপনী একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। সমাপনী দিনে অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার ৬৩টি এনজিওর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। দু’দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আক্তারুন নাহার লাবন্য।
উল্লেখ্য গত ২৯ ও ৩০ জানুয়ারি যশোর জেলা সদরের ৫৭ জন এনজিওর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরূপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে যশোরের সকল উপজেলার দুইশ’ সাতজন এনজিওর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে এমআরডিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here