শার্শায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

0
295
জসিম উদ্দিন, শার্শা : শার্শায় উপজেলা প্রশাসন আয়োজোনে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার(৭মার্চ) সাকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে উপজেলা প্রশসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
ঐতিহাসিক ৭ই মার্চ স্বরণে প্রধান অতিথি বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। লেখক ও ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ডের বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা গ্রন্থে এই ভাষণ স্থান পেয়েছে। অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে বঙ্গবন্ধুর এই ভাষণ। এটি ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা গোটা দেশ ও জাতির জন্য অত্যন্ত গর্বের।
এসময় বিশেয অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি,
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা, শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা সাবেক ছাত্র লীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী গন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here