নড়াইল প্রতিনিধি: শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫দফা দাবি আদায়ের ল্েয নড়াইলে মাধ্যমিক শিা প্রতিষ্ঠানের শিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টায় নড়াইল প্রেসকাবের সামনের সড়কে বাংলাদেশ মাধ্যমিক শিা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে তাদের দাবি-দাওয়া তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন নড়াইল জেলা মাধ্যমিক শিক সমিতির সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, বাংলাদেশ মাধ্যমিক শিা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীলিপ সাহা, নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার দত্ত, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা শিক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, নড়াইল ভিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক নিমাই চন্দ্র পাল, লোহাগড়া মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আমির হোসেন, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ। বক্তারা, অবিলম্বে শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণ সহ তাদের ৫দফা দাবি মেনে নেয়ার জন্য শিাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান। কর্মসূচিতে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধান শিকগণ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here