বাগেরহাট ব্যুরো : বিগত সরকারের আমলে স্বাধীনতার প্রতৃক ইতিহাসকে বিকৃত করেছিলো,তারা স্বাধীনতা বিরোধীদের গাড়ীতে ৩০ল মা বোনের ইজ্জতের বিনিময়ে সেই লাল সবুজের পতাকা তুলে দিয়েছিলো। জাতীর জনক বঙ্গবন্দুর চিহ্নিত খুনিদের যেনো বিচার না হয় সে জন্য মহান সংসদে ইনডেমিনিটি অধ্যদেশ(কালাকানুন) পাশ করে তাদেরকে রাস্ট্রদুত করে পুরস্কৃত করেছিলো বিএনপি জামাত সরকার। সেদিন তারা বঙ্গবন্দুর ৭ই মার্চের ভাষন ও জয় বাংলা প্রচার করতে দেইনি। সময় এসেছে তাদের জবাব দেওয়ার । গতকাল শুক্রবার বাগেরহাটের কচুয়ার বাধাল ইউনিয়ন চত্বরে বাধাল ইউনিয়নের আওয়ামীলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি বক্তৃতায় বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য জাতীর জনক বঙ্গবন্দুর দৌহিত্র শেখ সারহান নাশের তন্ময় এসব কথা বলেন। তিনি আরো বলেন,ধর্ষণ ও নারী নির্যাতন অনেক বড় অপরাধ। এসব বিষয়ে অপরাধীর দলমত বিবেচনা করা হবে না।ধর্ষকরে বিচার হবেই । এমনকি আমার পাশেও দাড়ানো কোন ব্যক্তি যদি অন্যায় করনে, তাকেও ছাড় দেওয়া হবে না, দলীয় ট্যাগ লাগিয়ে কউে অপরাধ করলে পার পাবে না,আমার একমাত্র চাওয়া বাগেরহাটের মানুষ শান্তিতে ঘুমাবে । এখন অপরাধ অনেক কমে গেছে । আশাকরি ভবষ্যিতে বাগেরহাট হবে অপরাধ মুক্ত। বিগত ২০০১ সালে জামায়াত বিএনপি মতায় আসার পর দেশের হাজার হাজার মা বোনদের উপর বর্বর নির্যাতন হয়েছলি। সভাশেষে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিনিধি সভায় বাধাল ইউনিয়নের প্রত্যাক ওয়ার্ড থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে মিছিল সহকাওে নেতাকর্মিরা সমাবেশে যোগদান করায় জনসভাটি জনসমাবেশে পরিনত হয়।















