দশমিনায় খালের উপর সেতু নয় যেন মরন ফাঁদ!

0
404

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের রুহিতপুরা খালের উপর নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুটির ওপর দিয়ে দুই গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ যাতায়াত করছেন। দীর্ঘ ২২ বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী সহ বৃদ্ধ ও শিশুদের যাতায়াত করতে হচ্ছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২২ বছর আগে ২০০০ সালে উপজেলার আলিপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রুহিতপুরা ও মৌবাড়িয়া গ্রামের খালের ওপর মাতবর বাড়ি সংলগ্নে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি দীর্ঘ ২২ বছরে সংস্কার না হওয়ায় ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটি দিয়ে পথচারীরা চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। রুহিতপুর-মৌবাড়ীয়া গ্রামের শিক্ষার্থী সহ পাঁচ হাজার লোকের চলাচলের একমাত্র মাধ্যম এই সেতুটি। স্থানীয় বাসিন্দা খালেক মুন্সী বলেন, সংস্কারের অভাবে সেতুটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে ৩টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী। খাল পারাপারের বিকল্প কোন যাতায়াত ব্যবস্থা না থাকায় মরণফাঁদ জেনেও বাধ্য হয়ে সেতুটি দিয়ে গ্রামবাসীসহ শিক্ষার্থীরা যাতায়াত করছে। স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম মাতুব্বর বলেন, সেতুটি ভেঙে যাওয়ার কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই কারনে জরুরী রোগী বহন করা এখন খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সেতুটি দিয়ে হেঁটে পারাপার হওয়াও বিপদজনক হয়ে উঠেছে। সেতুটি ভেঙে পরে যে কোন মুর্হূতে ঘটে যেতে পারে মারাত্মক র্দুঘটনা। স্থানীয় বাসিন্দারা সেতুর ওপরে কাঠের তক্তা দিয়ে কোন রকম যাতায়াত ব্যবস্থা চালু রেখেছেন।
আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান সাগর বলনে, সেতুটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট সব দফতরে চিঠি পাঠিয়েছি।
এলজিইডির দশমিনা উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসনে বলেন, ইতিমধ্যে সেতুটি নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া বলেন, আলিপুরা ইউনিয়নের এই সেতুটি খুবই গুরুত্বর্পূণ। খুব দ্রুতই সেতুটির সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
স্থানীয় সংসদ সদস্য এস.এম. শাহজাদা বলনে,নতুন সেতু নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তালিকা প্রেরন করা হয়েছে। সেই তালিকার প্রথমদিকেই এই সেতুটির নাম দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here