আবিদ হাসানঃ যশোরে স্বনামধন্য অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যশোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৭তম বাষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকালে যশোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আকলিমা বেগম হীরা,মোঃ হুসাইন শওকত উপ-পরিচালক স্থানীয় সরকার যশোর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও (আই সিটি)মোহাম্মদ মনোয়ার হোসেন,জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আজম,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,যশোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানাসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তমিজুল ইসলাম খান বলেন,লেখাপড়া পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা সকল শিক্ষার্থী শারীরিক উন্নয়ন ও মানসিক বিকাশ ঘটে।তিনি সকল শিক্ষার্থীর খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিগত দিনের বিদ্যালয়ের ব্যাপক সাফল্য অর্জনের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বাষিক ক্রীড়া প্রতিযোগিতা সবমোট ৩০০জন শিক্ষার্থী খেলাধুলায় অংশগ্রহণ করেন এবং ১০টি বিশেষ খেলাধূলার মাধ্যমে ১ম,২য়,ও ৩য় বিজয়ী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।















