সতীন ও সতীন পুত্রের মারধোর হুমকীতে বাড়ী ছাড়া খোলাডাঙার গৃহবধূ মোমতাজ

0
335

স্টাফ রিপোর্টার : সতীন ও সতীনপুত্রের অত্যাচারে বাড়ী ছাড়া হলেন গৃহবধূ মোমতাজ বেগম (৪০)। যশোর শহরতলী খোলাডাঙ্গার ঘটনা এটি। সতীন ও সতীনপুত্র মারধোর করে মোমতাজ কে বাড়ী থেকে বের করে দিয়ে স্পষ্ট করে বলে দিয়েছে বাড়ী ফিরলে মেরে লাশ গুম করে দেওয়া হবে।
জানা গেছে, গত ৮ মার্চ দুপুর ২ টা থেকে ৩টার মধ্যে খোলাডাঙ্গার খলিল মোড়লের পুত্র রাজা (২০) ও তার মা হাসিনা বেগম মোমতাজ কে মারধোর করে বাড়ী থেকে বের করে দেয়। অথচ বাড়ীটির মালিক মোমতাজ বেগম। এসময় মোমতাজের স্বামী খলিল মোড়ল নিশ্চুপ ছিলেন। স্থানীয়রা জানায়, খলিল মোড়ল একটি কবলা দলিল (দলিল নম্বর-১৩৪৭৭/১১) করে দিয়েছে মোমতাজ কে। সেই সূত্রে মোমতাজ ঐ বাড়িটির মালিক। এই বাড়িটি জবর দখল করতেই মা ও ছেলে মিলে মোমতাজ কে মারধোর করে বাড়ী থেকে বের করে দেয়। এরা প্রায়ই মোমতাজ কে মারধোর করে বলেও আশেপাশের লোকজন জানান। রাজার বিরুদ্ধে মামলা চলমান। সে ভয়ঙ্কর সন্ত্রাসী প্রকৃতির।
সতীন ও সতীন পুত্রের অত্যাচারে ঘরহারা মোমতাজ বর্তমানে বাড়ী ছাড়া হয়ে শহরতলী নীলগঞ্জ তাতীপাড়ায় ভাড়া বাড়ীতে বসবাস করতে বাধ্য হচ্ছেন। তিনি জানান, তাকে মেরে ঘরবাড়ী সব দখল করতে সদা ব্যস্ত সতীনপুত্র রাজা ও তার মা সতীন হাসিনা বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here