মালিকুজ্জামান কাকা, যশোর : এইচএসসি পরীার খাতা পুনঃ নিরীণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর এ ফেল থেকে পাস করেছেন ১৮ জন শিার্থী। এছাড়া নতুন জিপিএ-৫ পেয়েছেন ছয় জন পরীার্থী। রোববার এইচএসসি ও সমমান পরীার খাতা পুনঃনিরীার ফল প্রকাশ করা হয়েছে। যশোর বোর্ড প্রকাশিত ফল পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনার কারণে দেড় বছর সরকারি কাস না হওয়ায় ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীা নেয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। কাঙ্খিত ফল না পেয়ে পরীার্থীরা গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃ নিরীার আবেদন করে। গত ১৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীার ফল প্রকাশ করা হয়। এ পরীায় মোট ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন পরীার্থী উত্তীর্ণ হয়েছিলেন। নিয়মিত ১৩ লাখ ৭১ হাজার শিার্থীর হিসেবে এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।
এ বারই সবচেয়ে বেশি শিার্থী জিপিএ ফাইভ পেয়েছিলেন। এর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ১৬৯। মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীার্থী এ পরীায় অংশ নিয়েছিলেন। গত ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীা অনুষ্ঠিত হয়। পরীা শেষের ৪৪ দিন পর ফল প্রকাশিত হয়। গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসিতে যশোর বোর্ডে ৯৮ দশমিক ১১ শতাংশ শিার্থী পাস করেছিল। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ২০ হাজার ৮৭৮ জন।















