চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা প্রেসকাব ও রিপোর্টার্স কাবের যৌথ উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন। ঐতিহ্যবাহি নড়াইল জেলার চিত্রা নদীর পাশে অবস্থিত হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্কে অনুষ্ঠিত হয় বনভোজন। নড়াইল জেলার দুইজন গণমাধ্যম কর্মীসহ চৌগাছার সাংবাদিক নেতৃবৃন্দ ঘুরাফেরা, আনন্দ উল্লাস আর আড্ডায় পার করেন সারা দিন।
চৌগাছা প্রেসকাব ও রিপোর্টার্স কাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও তাদের পরিবার পরিজন শনিবার যান এসএম সুলতানের নড়াইল জেলায়। সকাল সাড়ে ৮ টায় চৌগাছা প্রেসকাবের সামনে হতে বার্ষিক বনভোজনের বাস গন্তব্যের উদ্যেশে রওনা হয়। বেলা ১১ টায় পৌছায় নড়াইলের ডিসি পার্কে। ডিসি পার্কে পৌছানোর আগেই দৈনিক লোকসামজ পত্রিকার নড়াইল জেলার স্টাফ রিপোর্টার অশোক কুমার কুন্ডু ও স্থানীয় প্রতিনিধি সুলতান মাহমুদ সেখানে উপস্থিত হন। চৌগাছার সাংবাদিক ও তাদের পরিবার পরিজন পৌছানো মাত্রই সকলকে তারা স্বাগতম জানিয়ে পিকনিকের মুল স্পটে নিয়ে যান। এরপর নাস্তার পর্ব শেষ করে ডেকোরেটরের লোকজন শুরু করেন দুপুরের রান্নার কাজ আর সাংবাদিকরা চলে যান নড়াইলের ঐতিহ্যবাহি সকল স্থাপনা দেখার জন্য। দুপুর ২ টায় সকলে এক সাথে বসে যান খাবার খেতে। খাবার খেয়ে তারা মেতে উঠেন আড্ডায়। বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। লটারীর কার্যক্রম শেষ করে সকলেই আবার ডিসি পার্কের অভ্যান্তরে ঘুরতে বের হন, কেউ আবার চিত্রা নদীর পাড় দিয়ে ঘুরে আসেন। এরই মাঝে দেখা হয়ে যায় নড়াইল জেলায় ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত চৌগাছার সন্তান জসিম উদ্দিনের সাথে। তিনি চৌগাছার মানুষকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান। আবারও সকলে বসে যান চায়ের আড্ডায়। এভাবেই শনিবারের সারাটা দিন কেটে যায় আড্ডা খাওয়া দাওয়া আর ঘুরা ফেরায়। সন্ধ্যায় নড়াইলের সাংবাদিক অশোক কুন্ডু, সুলতান মাহমুদ আর ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন সকলে বিদায় জানান, রাত সাড়ে ৮ টার দিকে সাংবাদিকরা ফিরে আসেন আপন ঠিকানা চৌগাছায়।
বার্ষিক বনভোজনে চৌগাছা প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, রিপোর্টার্স কাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সুজন দেওয়ান, বাবলুর রহমান, রেজাউল ইসলাম, কবিরুল ইসলাম, কবি মুন্সি সাগর, সাংবাদিক এহসান জামিল, জাহিদ হাসান সোহান, হাসান ইমাম সাগর, কন্ঠ শিল্পি আব্দুল গনিসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও তাদের পরিবার পরিজন অংশ গ্রহন করেন।















