আশাশুনিতে যুদ্ধাপরাধ মামলায় বুধহাটার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পাটি নেতা গ্রেফতার

0
274

এম,এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) থেকে ঃ সাতীরার আশাশুনিতে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ ও নির্যাতনের অভিযোগে বুধহাটার সাবেক চেয়ারম্যান জাতীয় পাটির্ নেতা আবুল হাসেমসহ অপর এক জাতীয় মুজিবর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ । গতকাল দুপুরে আশাশুনির চাপড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি। সাতীরার পুলিশ সুপার মোস্তফিজুর রহমান জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়। আদেশ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মজিবর রহমান ডনুকে আশাশুনির বুধহাটার পাইথালী এলাকার হাসেমের বাগানবাড়ি থেকে গ্রেপ্তার করে। অপরজন আবুল হোসেনকে চাঁপড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তারের পরপরই সাতীরা থেকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার। পুরাতন সাতীরা এলাকার বীর মুক্তিযোদ্ধা এড. আলাউদ্দীন সানা জানান, আশাশুনি গ্রামের গোরাঠাকুরকে হত্যা ও তার মেয়েকে ধর্ষণ করে গুম করার অভিযোগ রয়েছে মজিবর রহমান ডনু বিরুদ্ধে ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ও শহীদ আব্দুর রাজ্জাককে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া চাপড়ার আনিসুর রহমান, শরাফপুর গ্রামের মেঘনাথ দাস, তারাপদ দাস ও কেষ্টপদ দাসকে একাত্তর সালে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তিনি ২০১৭ সালের ৭ ডিসেম্বর এসংক্রান্ত বিষয়ে মামলা করেন সাতীরা জেলা ও দায়রা জজ আদালতে। পরবর্তীতে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার পরামর্শ দেন আদালত। আলাউদ্দীন সানা আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি ফাইলপত্র হস্তান্তর করেন। প্রাথমিক সত্যতা পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকার বাদি হয়ে একটি মামলা করেন। মামলা নং আইসিটি বিডি মিস কেস ৩/২২। মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পরিদর্শক আমিনুর রশিদ, অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান ও সহকারি এটর্নি জেনারেল রাজিয়া সুলতানা চমন। সরেজমিনে পরিদর্শন ও স্যাপ্রমাণের ভিত্তিতে তারা ট্রাইবুনালে অভিযোগপত্র দেন। তবে ইতোমধ্যে অন্যতম আসামী লিয়াকত কমান্ডার গতবছর মারা যাওয়ায় তাকে আসামীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। রোববার বাকি দু’জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা চাওয়া হয় ট্রাইবুনালের কাছে। আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করলে রোববারই গ্রেপ্তার করা হয় সাতীরার আশাশুনি এ দুই জনকে হঠাৎ করে গতকাল দুপুরে সাতক্ষীরা থেকে আসা ডিবি পুলিশের চৌকস দল তাদেরকে গ্রেফতার করে গাড়ীতে তুলছিল এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে কৌতুহল সৃষ্টি হয়। এক অপরের কাছে জানতে কি কারনে পুলিশ গ্রেফতার করেছে কেউই বলতে পারছিলো না । অবশেষে জানাগেল যুদ্ধঅপরাধির অভিযোগে প্রশাসনের নির্দেশে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে খবর আসে তাদেরকে সাতক্ষীরা আদালতে হাজির করলে ঢাকা থেকে আসা ডিবি পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সারা রাত ব্যাপী ডিবি কার্যালয়ে জিজ্ঞাসা বাদ শেষে ঢাকা আন্তর্জাতিক ট্রাইবুনাল কোটে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করার নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here