আশাশুনি উপজেলা উত্তরন ভূমি কমিটির সভা অনুষ্ঠিত

0
287

এম,এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) থেকে ঃ আশাশুনি উপজেলা উত্তরন ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিআরডিবি মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্বে করেন, ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবালের সঞ্চালনায় সভায় আ’লীগ নেতা ঢালী মোঃ সামছুল আলম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক জি এম মুজিবুর রহমান, অবঃ শিক্ষক বুদ্ধদেব সরকার, সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, এড. মোশাররফ হোসেন, কৃষকলীগ নেতা মতিলাল সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, সাংবাদিক এম এম সাহেব আলী, তহমিনা রহিম, প্রদর্শক নূরুল হুদা, নিরঞ্জন সরকার.তহমিনা রহিম, সেলিনা আক্তারসেলু, মর্জিানা খাতুন, কল্যানী সরকার, উত্তরনের ফ্যাসিসিলেটটর সমীর বাছাড় প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ আশাশুনি ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম। সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, বিগত ৩ মাসের অর্জন, সফটিনেট সম্পার্কে আলোচনা, প্রকল্পের সমাপনী, নতুন জলমহাল ইজারা সম্পর্কে আলোচনা করা হয় ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here