মপি নাবিলের করোনা মুক্ত হওয়ায় ইছালীতে  শুকরানা মাহফিল

0
248
 যশোর ৩ সদর  আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি, ক্রীড়া সংগঠক কাজী নাবিল আহমেদের করোনা নেগেটিভ আসায়।  সৃষ্টিকর্তার কাছে শুকরানা মাহফিল ও দোয়া মোনাজাত করা হয়।  সোমবার সকাল ১০ টায়, ঐতিহ্যবাহি   ইছালী  মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে শুকরানা মাহফিলের আয়োজন করা হয়। ইছালী  মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে শুকরানা মাহফিলের দোয়া পরিচালনা করেন মৌলভী শিক্ষক সো. মাহাবুবুর রহমান,
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সহ প্রধান শিক্ষক আক্তারুজ্জান,  ক্রীয়া শিক্ষক মোস্তাক আহম্মেদ, আবুতালেব, মারুফ হোসেন, মামুন হোসেন,  শহীদুল ইসলাম (পলাশ), নাসিমা খাতুন, সেলিনা খাতুন, মমতাজ খাতুন, খলিলুর রহমান,  পরিমাল মিত্র, আবুতাহের,  মনিসঙ্কর ঘোষাল, বাচ্চু রহমান, মেহেদী হাসান সহ  প্রমুখ। দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম  ১৫ ই মার্চ থেকে সরকারি নির্দেশনায় বিদ্যালয় পুরোদমে চালু করার জন্য বিদ্যালয়ের সহকারি  শিক্ষকদের প্রতি দিক নির্দেশনা দেন। এবং প্রথম দিনেই শিক্ষার্থীদের  পরিষ্কার-পরিচ্ছন্ন,  মাক্স ব্যাব্যহারের গুরুত্ব এবং শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে প্রধান শিক্ষক তার বক্তব্যের শেষে  ” জয়বাংলা”  জাতীয় স্লোগানের ব্যাপারে  শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে পরামর্শ প্রদান করেন। ( প্রেস বিজ্ঞপ্তি )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here