যশোরে মহিলা দলের সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম  – আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কখনোই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না

0
625
স্টাফ রিপোর্টার : যশোর জেলা মহিলা দলের বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগ নেতাকে দেশের অর্থনীতি ধ্বংস করে আর জনগণের অর্থ লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলছেন। আর দেশের জনগণ অর্ধাহারে, অনাহারে দিনাপাতিপাত করছে। এ সরকার ক্ষমতায় থাকতে কোনদিনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অধ্যাক নার্গিস বেগম আরও বলেন, আওয়ামী লীগ নাকি দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। আসলে এমন উন্নয়ন হয়েছে যে জনগণকে জীবনের ঝুঁকি নিয়ে খাবারের জন্যে টিসিবির ট্রাকের পেছনে দৌঁড়াতে হয়। জনগণ বুঝে গেছে, আওয়ামী লীগ তাদের নিঃস্ব করে পকেট ভারি করছে। উন্নয়নের মিথ্যা গল্প শুনিয়ে জনগণকে আর ঘুম পাড়িয়ে রাখা যাবে না। তারা আওয়ামী লীগের কবল থেকে মুক্তির জন্যে উন্মুখ হয়ে আছে। প্রতিবাদী জনতা আওয়ামী লীগকে ক্ষমতাচু্যৃত করে ছাড়বে ইনশাআল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. নেওয়াজ রাজ হালিমা আরলি, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমানের সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভানেত্রী অ্যাড. মাহমুদা খানম, মেরী ইকবাল, সাংগঠনিক সম্পাদিকা নাহিদ আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাবিহা সুলতানা, সদর উপজেলা সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা, সাংগঠনিক সম্পাদিকা হালিমা পারনি, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদিকা অ্যাড. মৌলুদা পারভীন, প্রচার সম্পাদিকা আলেয়া সিদ্দিকা, মজিলা দলনেত্রী নূরজাহান নূরী, নাজমা বেগম, মদিনা বেগম, দিলরুবা বেগম প্রমুখ।
সমাবেশ পরিবেশনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী সেলিনা পারভীন শেলি। সামবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here