সাতক্ষীরার শ্যামনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি মুদি দোকানের ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

0
296

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ১০ লক্ষাধিক টাকারমালামাল পুড়ে ছাই হয়েছে গেছে। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার কাঁছারীব্রীজ বাজারে শাহিনুর আলমের মুদি দোকানে এ ঘটনটি ঘটে।  দোকান মালিক শাহিনুর আলম জানান, ভোরের দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে কালিগঞ্জ অগ্নিনির্বাপক অফিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানের যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে তার ১০লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে তিনি আরো জানান।কালিগঞ্জ ফায়ার স্টেশন অফিস ইনচার্জ (এসও) বিল্লাল হোসেন মৃধা বলেন, ঘটনাস্থলে পৌছানোর আগেই দোকানের যাবতীয় মুদি মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here