চৌগাছায় ইউনিয়ন আ.লীগের  কর্মীসভা অনুষ্ঠিত 

0
511
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৫ মার্চ) বিকাল ৩:০০ টার দিকে ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে এ কর্মী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর সিদ্দিকুর রহমান, সদস্য আশরাফুল আলম, ঝিকরগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, সিনিয়র সদস্য মমিনুর রহমান, সদস্য হারুন অর রশিদ, সদস্য আজাদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রভাষক অমেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দল হাকিম,আহসান হাবীব বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন। উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদেকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here