নড়াইলে মুক্তিপণের ১০ লাখ টাকা দিতে না পারায় প্রাণ গেল আরাফাতের, খুনিরা আটক

0
375

মিশকাতুজ্জামান,নড়াইল:নড়াইলে অপহরণকারীদের দাবিকৃত ১০ লাখ টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে হত্যা করা হয়েছে।
এর আগে গত শনিবার (১২ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রাম থেকে নিখোঁজ হয় সে।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ওইদিনে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিহত শিশু বোড়ামার গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে ও পেড়লী দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
যে মোবাইল থেকে অপহারণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল,পুলিশ সেই নম্বর ট্র্যাকিং করে সোমবার রাতে অপহরণকারীদের সন্ধান পায়। তারপর পুলিশ তাদের দুজনকে আটক করে।আটককৃতরা হলেন বোড়ামারা গ্রামের তহিদ মোল্যার ছেলে নাবিল মোল্যা (১৬) একই গ্রামের সাহিদুল মোল্যার ছেলে মিলন মোল্যা (২১)। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি নিয়ে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে পুলিশ বোড়ামারা গ্রামের শিকদারপাড়া বাঁশবাগান থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শওকত কবীর বলেন, আমাদের সহযোগিতায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্ধার কাজ পরিচালনা করে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে শিশুর বাবা ওবাইদুর শিকদার বলেন, অপহারণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। দাবিকৃত টাকা না দেওয়া আমার ছেলেকে হত্যা করা হয়েছে। এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর শামিম জানান, আসামিদের দেওয়া তথ্যমতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here