মহম্মদপুরের পলাশবাড়ীয়া স্কুলের ৫৭তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
402
Exif_JPEG_420

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো. ফরিদ আহম্মদ এর আয়োজনে বুধবার দুপুরে এই পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পলাশবাড়িয়া ইউপি’র চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ আলহাজ¦ এ্যাড. সাইফজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল ও মহম্মদপুর থানার ওসি (তদন্ত) এবি এম এস দোহা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, পলাশবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এমডি গোলজার রহমান এবং উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ঈদল শেখ প্রমূখ।
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here