দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
এখন বাজারে দ্রব্যমালের যে দাম, সামনে আসলে পবিত্র মাহে রমজান মাস। সে সময় দ্রব্যমালামালের দাম কেমন হতে পারে এই আশাম্কায় গরীব ও অসহায় মানুষেরা। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ও সখিপুর বাজার সহ-ঘুরে ফিরে বাজার যাচাই করে জানা যায়, প্রায় দ্রব্য মালের দাম উদ্ধোগতী। যে হারে মালের দাম উদ্ধোগতী হয়েছে, নিম্ন শ্রীনির মানুষের পক্ষে বাজারে যেয়ে দ্রব্য মাল ক্রয়করতে ব্যাপক ভাবে হয়রানির স্বীকার হতে হচ্ছে। রমজান মাসের মধ্যে বাজারের সকল মালামালের দাম নিয়ন্ত্রণ রাখতে গরীব ও অসহায় মানুষের পক্ষে সরকার কতৃপক্ষের কাছে বিশেষ ভাবে দাবী।














