চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু হয়েছে

0
408

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ট্রাকের সাথে আলমসাধুর ধাক্কায় আছর উদ্দিন (৩৫) নামে আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। তিনি উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে মামা বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডিভাইন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আছর উদ্দিন নিজের আলমসাধু চালিয়ে যশোর থেকে চৌগাছা হয়ে গ্রামে যাবার পথে ডিভাইন সেন্টারের সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেবার পথে সলুয়া বাজারে অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই বুধবার সকালে হাজরাখানা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here