নড়াইলের পাঁচগ্রামে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

0
334
নড়াইল জেলা প্রতিনিধি:  নড়াইলের কালিয়ায় থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫মার্চ) পাঁচগ্রাম ইউনিয়নে এ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার। এসময় কালিয়া থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, পুলিশ সদস্যবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কালিয়ার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমে আসে, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং জনগণের পুলিশ ভীতি ও অপরাধ প্রবণতা হ্রাস পায়। ফলে সামাজিক অবক্ষয় দুর্নীতির পরিমাণ কমে যায় ও অন্যয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি হয়। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধের কারণ উদঘাটন ও অপরাধ দমন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন দমন সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে পুলিশকে তথ্য দিয়ে আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা বিনির্মাণে সকলের প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here