জি এ গফুর, পাইকগাছা : পাইকগাছার ৭’শ বিঘা চিংড়ী ঘের নিয়ে বিপাকে পড়েছে ঘের মালিকরা। উভয়পক্ষ জড়িয়ে পড়েছে মামলা মকদ্দমায়।ঘটনাটি উপজেলার গদাইপুর ও কপিলমুনি ইউপির সীমান্তবর্তী এলাকায়।
মামলার বিবারণে জানা যায়,পাইকগাছার দু’ ইউনিয়নের সীমান্ততবর্তী এলাকা নোয়ালতলা ও সুরনাল মৌজায় ৭ বিঘা জমিতে ইশতিয়ার রহমান শুভ ২৫ বছর যাবৎ চিংড়ী চাষ করে আসছে। স্থানীয় কিছু জমির মালিক ঐক্যবদ্ধ হয়ে ৮০ বিঘা গণ ডিড( চুক্তিপত্র) করলে ৪ বছর আগে মোট ঘেরের মধ্য থেকে তা বের করে দেয়া হয় বলে ঘের মালিক শুভ জানান। এদিকে চলতি বছর ঘের মালিক শুভ উক্ত ঘেরে শেখ আনারুল ইসলাম, নির্মল মজুমদারসহ তিনজনকে পাটনাশীপ নিয়ে ঘের পরিচালনা করছেন। ইতোমধ্যে গণডিডের আব্দুল গফুর সরদার, আব্দুল কাদেরসহ কয়েকজন জমির মালিক ১২৫ বিঘা জমি জোরপুর্বক দখল করতে চাইলে নির্বাহী আদালতে ১৪৪ ধারায় মিস ১৯/২২ মামলা করেন শেখ আনারুল ইসলাম। যাতে আদালত দখল ভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার আদেশ জারি করেন। এদিকে বুধবার গফুর সরদার বাদী হয়ে ঘেরের তিন পাটনাসহ ৯ জনের নাম উল্লেখ করে আদালতে দন্ডবিধি১৪৩,৪৪৭,৩২৩,৩৭৯,৩৮০, ৪৩৫,১১৪,৫০৬ ও ৩৪ ধারায় মামলা করছেন।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপুর্বক প্রতিবেদন দেয়ার জন্য পি,বি,আইকে পাঠায়। এব্যাপারে,আব্দুল গফুর বলেন,ঘের মালিকরা তাদের লোকজনকে মারপিট করে মালামাল লুপট করেছে। তাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। অপরদিকে শেখ আনারুল ইসলাম জানান,গফুরসহ কিছু লোক আমাদের খুব অত্যাচার করছে। কোন ঘটনা ঘটেনি অতচ কাল্পনিক মামলার কথা জানতে পেরে আমরা অবাক হয়েছি। এখানে মুল মালিককে বাদ দিয়ে আমরা যারা পাটনার ও আমাদের কিছু জমির মালিকের নামেও মামলা করছে।
দাবী করায় ঘের বের করতে না পেরে স্থানীয় গফুর সরদার বাদী হয়ে ঘের মালিকসহ ৯ জনের নামে আদালতে মামলা করেছেন।















