মহেশপুরে খাদ্যবন্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ

0
307

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ বুধবার সকালে মহেশপুর উপজেলার ফতেপর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্র উপকারভোগীদের মাঝে ১০ টাকা দরে চাল বিতরণের উদ্বোধন করা হয়।ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল,প্যানেল চেয়ারম্যান আশাদুল ইসলাম,ইউপি সচিব আব্দুল খালেক প্রমুখ। এছাড়া ইউপি সদস্য,গনম্যান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, এই প্রকল্পের আওতায় মহেশপুর উপজেলায় ৬৫৯৭ জন কার্ডধারী হতদরিদ্র উপকারভোগী এক বছরে ৫মাস এই সুবিধা পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here