রিইব-এর উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
317

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে আজ যশোরের এফপিএবি সভাকক্ষে এক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উপ-পরিচালক মুনা আফরিন, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, ব্লাস্ট-এর আইন কর্মকর্তা এডভোকেট জান্নাতুল ফেরদেীস সূচনা ও দৈনিক সমাজের কথা-র যুগ্ম বার্তা সম্পাদক প্রণব দাস। শিশুদের চিত্রাঙ্কন, কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ক রচনা ও গণগবেষকদের দলীয় উপস্থাপনা- এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সম্মানিত মূল্যায়নকারী অতিথিবৃন্দ। অতিথিবুন্দ যার যার অবস্থান থেকে আত্ম-উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং প্রয়োজনে বিভিন্ন দপ্তরের সহযোহিতা নিতে বলেন। উল্লেখ্য, রিইব-এর প্রকল্পটি যশোর সদর উপজেলার চূড়ামনকাটী, ফতেপুর ও নরেন্দ্রপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে পরিচালিত হচ্ছে। গণগবেষণার মাধ্যমে দলিত, আদিবাসী ও অন্যান্য অধিকার বঞ্ছিত জনগোষ্ঠীর মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এনিমেটর মিনা বিশ^াস, জয়ন্ত দাস ও পার্থ ম-ল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here