বঙ্গবন্ধুর জন্মদিনে পিকেএস’র ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

0
229

স্টাফ রিপোর্টার : পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের চাঁচড়া ডালমিল পিকেএস কার্যালয়ে জন্মদিনের কেক কাটাসহ ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়। এ সময় থ্যালাসেমিয়া রোগীদের মাঝে ফ্রি রক্ত প্রাপ্তির কার্ড বিতরণ করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন পিকেএস’র সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান। পিকেএস যশোরের যুগ্ম সম্পাদক এবং দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, সিভিল সার্জন অফিসের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট আব্দুস সামাদ। বক্তব্য রাখেন, সহসভাপতি অ্যাডভোকেট জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার।
অনুষ্ঠানে ১৫০ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে এরমধ্যে ৩০ জন ছানি রোগী বাছাই করা হয়েছে। যাদের ফ্রি অপারেশন ও চশমা প্রদান করা হবে। এছাড়া অনুষ্ঠানে ৩০ জন থ্যালাসেমিয়া রোগীর মাঝে ফ্রি রক্ত প্রাপ্তির কার্ড বিতরণ করা হয়েছে। সবশেষে জাতির জনকের জন্মদিনের কেক কাটা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here