মহেশপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

0
240

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। তোপধ্বনী,আনন্দ র‌্যালি,শিশু সমাবেশ,শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, মোনাজাত ও প্রার্থনা,কেক কাটা,মিষ্টান্ন বিতরণ ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালির জন্মদিন পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। এরপর পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা, শিা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধ্যার্ঘ অর্পণ করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে মহেশপুর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here