মোংরা প্রতিনিধি : নানা কর্মসূচীর মধ্য দিয়ে মোংলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়াামী লীগের কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রথম আওয়ামী দলীয় কার্যলয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যলয় এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ শেষে এক আলোচনা সভার আয়োজন করে নেতাকর্মীরা। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি/সাধারন সম্পাদকসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন হতে র্যালী সহকারে শহরে প্রবেশ করে কয়েক হাজার লোক। বিভিন্ন সংগঠনের প থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া উপজেলার ইউনিয়নগুলোর বিভিন্ন স্থানে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত হয়েছে।















