আবিদ হাসানঃ আসন্ন পবিত্র মাহে রমজান উপলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূলে টিসিবি পণ্য পৌছে দেওয়ার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। তারই অংশ হিসেবে যশোরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ইতিমধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৩৯টি টিসিবি’র কার্ড বরাদ্দ করা হয়েছে। যশোর পৌরসভা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অগ্রাধিকারের ভিত্তিতে এই কার্ড বরাদ্ধ করা হয়েছে। এসব কার্ডধারীর মধ্যে যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম-২০২২ আজ থেকে শুরু হতে যাচ্ছে। যশোর জেলার ৮টি উপজেলায় ৬৩ জন টিসিবি ডিলারদের মাধ্যমে এসব পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।
বাজাওে নিত্যপণ্যের লাগামহীন মুল্যবৃদ্ধির কারনে ইতিমধ্যে সরকার দেশের স্বল্প ও নিম্ন আয়ের মানুষের মধ্যে সুলভ মুল্যে টিসিবি’র পন্য বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। আসন্ন রমজান উপলক্ষ্যে বাজারে নিত্য পন্যের মুল্য সহনীয় মাত্রায় রাখতে সরকারের এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন উর্ধ্বতন কর্মকর্তারা। আর এ কারনে আসন্ন রমজানকে সামনে রেখে যশোরসহ সারা দেশের এক কোটি মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি এবং ছোলা বিক্রি করা হবে।
ইতিমধ্যে টিসিবি কতৃক যশোর জেলার ৮টি উপজেলায় ও ৮টি পৌরসভাসহ সবমোট ১৩৭৪৩৯টি কার্ড বরাদ্দ করেছে। এর মধ্যে করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ২৫০০ টাকা প্রাপ্ত ৪৫হাজার ৬১৩ জন উপকারভোগী ও নতুন অন্তর্ভুক্ত ৯১ হাজার ৮২৬জন উপকারভোগী পরিবার সংযুক্ত করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সভাকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের টিসিবি খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন বিষয়ে তুলে ধরেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন,যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ,প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ আরও অনেকে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোরের জেলা প্রশাসকের সাবিক ব্যবস্থাপনায় যশোর সদর উপজেলা পরিষদের গোডাউনে টিসিবি কতৃক সরবরাহকৃত পণ্য সংরণ করে চিনি ও মসুর ডাল দুই কেজি হারে টিসিবি কতৃক প্রেরিত নমুনা অনুযায়ী প্যাকেজিং এর কাজ চলমান রয়েছে এবং আজ থেকে ৩২জন ডিলারের মাধ্যমে ৮টি উপজেলায় একযোগে ৩০ হাজার ৮৫০জন কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগামী ৩১শে মার্চ তারিখ পর্যন্ত জেলা প্রশাসক কতৃক ইউনিয়ন ও পৌরসভা ওয়ারী ১ লাখ ৩৭ হাজার ৪৩৯টি কার্ডের অনুকূলে ১ম বারের টিসিবি পণ্য বিক্রয়ের জন্য সম্ভাব্য ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে। বিক্রয় ক্যালেন্ডার অনুযায়ী প্রতিদিন সকাল ১০:০০ টা হতে বিকাল ৪:০০ পর্যন্ত কার্ডধারীরদের মাঝে বিক্রয় কার্যক্রম চলবে। তিনি আরও বলেন,আসন্ন পবিত্র রমজানের মধ্যে সরকার ঘোষিত ৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল এর মধ্যে ২য় বারে ১ লাখ ৩৭ হাজার ৪৩৯টি কার্ডের উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হবে। একজন কার্ডধারী ২লিটার বোতলজাত সয়াবিন তেল,যার প্রতি লিটারে ভর্তুকির মূল্য ১১০টাকা,২কেজি চিনি যার প্রতি কেজি ভর্তুকির মূল্য ৫৫টাকা,২ কেজির মসুর ডাল যার প্রতি কেজি ভর্তুকির মূল্য ৬৫টাকা,২কেজি ছোলার ভর্তুকির মূল্য ৫০টাকা কিনতে পারবে। এতে একজন কার্ডধারীর ব্যয় হবে মোট ৫৬০ টাকা। টিসিবি এই কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলা কমিটি,উপজেলা কমিটি,পৌরসভা কমিটি এবং সকল পৌরসভার ওয়ার্ড এবং ইউনিয়ন পরিষদের পণ্য বিক্রয় শেষ না হওয়া পর্যন্ত সার্বণিক জেলা প্রশাসকের বিশেষ টিম মাঠে কাজ করবে।















