বাগেরহাট ব্যুরো : বাগেরহাটে জোর পুর্বক মৎস্য ঘের থেকে মাছ লুঠের অভিযোগ পাওয়া গেছে।এব্যাপারে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দিয়েছেন তিগ্রস্থ পরিবার।বাগেরহাট সদর উপজেলার সাহেবাহার গ্রামের আশ্বাব আলী শেখ এর পুত্র খালিদ শেখের প্রাপ্ত অভিযোগে জানান,সদর উপজেলার আড়পাড়া কুরশাইল মৌজায় আমার মৎস্য ঘের থেকে আড়পাড়া কুরশাইল গ্রামের বিতর্কিত নাজমা বেগম ও তার পুত্র বেল্লাল শেখ,জালাল ও জিল্লাল সহ৮/৯জন সন্ত্রাসী পেশী শক্তির প্রভাবে জোর পুর্বক ভাবে গত ১৩ই মাচ সকাল ৯টায় আমার ঘের থেকে প্রায় ২ল টাকার মাছ লুট করে নেয়।খবর পেয়ে আমি তাদের বাধা দিতে গেলে তাদের হামলায় আমার ছোট ভাই জিহাদ শেখ,ভাগ্নে সুমন শেখ গুরুত্বর আহত হয়।সেকারনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পর জালাল শেখসহ ৬জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।বিতর্কিত নাজমা বেগম এঘটনাকে আড়াল করার জন্য প্রভাবশালীদের চত্রছায়ায় থেকে তার স্বাধীনতা বিরোধী স্বামীকে মুক্তিযোদ্বা দাবী করে,আমাদের বিরুদ্বে সাংবাদিকসহ প্রশাসনের কাছে মিথ্যা অপবাদ প্রচার করে প্রশাসনের মাধ্যমে আমাদের হয়রানীর চেষ্টা করছে।তিনি লুটকারীদের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।স্থানীয় ইউপি সদস্য শেখ জুয়েল বলেন,এই ছলেমান শেখ মুক্তিযোদ্বা ছিলেন বলে আমার জানানেই।তবে খালিদ এর ঘের থেকে মাছ মেরে নিয়েছে এটা জানতে পেরেছি।তবে মাছ মারার বিষয়টি নিয়ে এলাকায় বিশৃখলা দেখা দিচ্ছে।যেকোনো সময় অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে।এলাকায় শান্তি শৃংখলা রার্তে জরুরী ভিত্তিতে প্রশাসনের ব্যাবস্থা নেওয়া উচিৎ বলে দাবী করেন তিনি।
সদর উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ইজাবুল মোড়ল বলেন,ছলেমান শেখ এর পরিবারের লোকজন খালিদ এর ঘের থেকে মাছ লুট করে নিয়েছে এটা জানতে পেরেছি।তবে ছলেমান মুক্তিযোদ্বা না তার ভাই ছিলেন মুক্তিযোদ্বা কিন্তু নাজমা বেগম শুধু শুধু তার স্বামীকে মুক্তিযোদ্বা দাবী করে এলাকায় প্রভাব বিস্তার করে।তবে অভিযুক্ত জালাল এর সাথে কথা হলে অভিযোগ অস্বিকার করে বলেন,আমরা নিজেদের ঘেরের মাছ মেরেছি।
এব্যাপারে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ কে এম,আজিজুল হক বলেন, একটি অভিযোগ পেয়েছি,তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।##
“রামপালে বর্ধিত সভায় খুলনা সিটি মেয়র ”
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে
বাগেরহাট ব্যুরো
উন্নয়নের ধারা অব্যাহত ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শনিবার সকাল ১১ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.এ.কে আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আব্দুর রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হয়দার, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, জেলা সদস্য শেখ মোঃ আবু সাইদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্র লীগের সভাপতি শেখ হাফিজুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মেয়াদ উত্তীর্ণ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করার নিমিত্তে বিশেষ এই বর্ধিতসভা জনসভায় পরিণত হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু নেতাকর্মীদের অডিটোরিয়ামের সামনে ও প্রধান সড়কে শেখ তন্ময় শেখ, তন্ময় বলে শ্লোগান দিতে থাকে।#
রামপালে গাঁজাসহ মাদক বিক্রেতা মনিশংকার- আটক
বাগেরহাট ব্যুরো
রামপালের গাঁজাসহ মনি শংকর পাল (৩৫) নামের এক পেশাধারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। জানা গেছে, উপজেলার বড়দিয়ায় গ্রামের নির›জন পালের পুত্র পেশাধারী গাঁজা ব্যবসায়ী মনি শংকর পাল শুক্রবার রাতে তার দুই সহযোগীসহ অপর গাঁজা ডিলার ও বহু মামলার আসামি সিংগাড়বুনিয়ার দেলোয়ার মোল্লার কাছ থেকে গাঁজা নিয়ে ফিরছিল। এ সময় বড়দিয়ার চেরাই খালের কালভার্টের কাছ থেকে জনতা তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ২২ গ্রাম গাঁজাসহ আটক এবং মামলা হয়েছে। আসামি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
বাগেরহাটে ও ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবেবরাত পালিত।
বাগেরহাট ব্যুরো
বাগেরহাটের সদর চুলকাটি বাজার জামে মসজিদ, সৈয়দপুর দণিপাড়া জামে মসজিদসহ এলাকার বিভিন্ন মসজিদে ও ফকিরহাট উপজেলায় শুক্রবার দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানদের সমস্ত মাদ্রাসায় ,মসজিদে মসজিদে মাগরিবের নামাজের পর থেকে মুসাল্লীদের এক আনন্দ ঘন উৎসবে পরিণত হতে দেখা দিয়েছে বিগত বছরের তুলনায় এবার মহামারী করোনাভাইরাস এর প্রভাব না থাকায় মুসাল্লীদের মসজিদে মসজিদে যাওয়ার প্রাণ ফিরে পেয়েছে বেতাগা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের মুসাল্লীদের মধ্যে খুব আনন্দিত দেখা দিয়েছে, এছাড়া ধনপোতা মাসকাটা মাহমুদিয়া আল মাদানী রহমাতুল্লাহ মাদ্রাসা, ধনপোতা বড়বাড়ী জামে মসজিদ, কচুয়া মাদ্রাসা,চাকুলী মাদ্রাসা, কাটাখালি কেন্দ্রীয় জামে মসজিদ বৈলতলী জামে মসজিদ, ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদসহ সমস্ত মাদ্রাসা , মসজিদে মসজিদে গভীর রাত পর্যন্ত মহান আল্লাহ তায়ালার দরবারে তার শুকরিয়া আদায় করেন ,শবেবরাত উপলে বেতাগা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মুহাম্মদ জসিমউদ্দিন ও ধনপোতা বড়বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন এই শবেবরাত এর সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ রমযান মাসের গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।















