মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একাদশ শ্রেনির দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবইসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে দ্যা জিনিয়াস কাব। শুক্রবার বিকেলে সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবইসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
“ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না” এই শ্লোগানে সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের প্রভাষক মো. ইলিয়াস হোসেনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে লেখাপড়ায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েক বছর ধরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই খাতাসহ নানা ধরণের শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে দ্যা জিনিয়াস কাব।
এ উপলক্ষে আলোচনা সভায় সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের অধ্যক্ষ মোঃ ইখতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মোঃ জয়নুল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহরিয়ার রুমি।
দ্যা জিনিয়াস কাবের সভাপতি মোঃ মিশর মিয়ার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কাবের সম্মানিত সদস্য মো. হাবিবুল্লাহ, জনতা ব্যাংক কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, প্রভাষক নাজমুল হাসান, দ্যা জিনিয়াস কাবের সাংগঠনিক সম্পাদক সুইটি পারভীন ও কোষাধ্যক্ষ তানজির আলম প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলার প্রায় অর্ধশত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবইসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।















