এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলে কেশবপুরে ২২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে শুভসংঘের উদ্যোগে কেশবপুর প্রেসকাবের হলরুমে এ উপলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভসংঘের সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহম্মদ শফি, কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, শুভসংঘের উপদেষ্টা বজলুর রহমান খান, অসিম কুমার ঘোষ, সাধারণ স¤পাদক প্রবীর কুমার সরকার, যুগ্ম স¤পাদক সুপ্রভাত বসু, কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ। সম্মাননা পেয়ে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরে স্মৃতিচারণ করেন।
আলোচনা শেষে উক্ত অনুষ্ঠানে মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।















