নড়াইলের লোহাগড়া থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে পালিত

0
207

নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে ওপেন হাউস ডে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪মার্চ) দুপুর ২টাই লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আ: হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এমন ফয়জুল হক রোম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্জুরুল করিম মুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ওপেন হাউস ডে’র প্রধান অতিথি পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) তার দিক নির্দেশনা মুলক বক্তব্য বলেন, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ কাজ করে চলছে। মানব পাচার রোধে জনপ্রতিনিধি সহ সকলের সহযোগীতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here