নড়াইলে খোকন দাসের মৃত্যুতে এমপি মাশরাফির শোক

0
212

নড়াইল প্রতিনিধি : এলাকায় যার মৃত্যু হয় আগে ছুটে যান তিনি। বিভিন্ন পূজা থেকে শুরু করে সব কিছু দায়িত্বে থাকেন তিনি । এমন কি এলাকায় কেরুর বিয়ে হলেও দায়িত্ব নিতে হয় তার । এলাকার মানুষ কেউ বিপদে পরলে ছুটে যান তার কাছে । আজ তিনি আমাদের মাঝে আর বেচেঁ নাই । বলছি নড়াইল পৌর ভাদুলীডাঙ্গা এলাকা (৬ নং) ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমাজ সেবক বাবু প্রভাষ দাস (খোকন ) এর কথা। গত মঙ্গলবার (২২মার্চ) সন্ধায় ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে প্রায় ৩মাস ক্যান্সারের চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু বরণ করে।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক প্রভাষ দাস (খোকন) এর অকাল মৃত্যুকে মেনে নিতে পারছে না বিভিন্ন মহলের মানুষ। এলাকায় চলছে শোকের ছায়া । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর । তিনি শ্রী শ্রী ভাদুলিডাঙ্গা শীতলাতলা মন্দিরের সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এদিকে বিশিষ্ঠ সমাজ সেবক প্রভাষ দাস (খোকন) এর অকাল মৃত্যুতে এমপি মাশরাফী বিন মোর্ত্তজা,জেলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু স্কাউড ,জেলা ছ্ত্রালীগ , শ্রী শ্রী ভাদুলিডাঙ্গা শীতলাতলা মন্দির ,সূর্য্যসেন সংঘ রুপগঞ্জ বাজার, শ্রী শ্রী সার্বজনীন কেন্দীয় দুর্গা মন্দির কমিটি বাধাঘাট , শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দির কমিটিসহ বিভিন্ন মন্দির এছাড়া বিভিন্ন পেশার মানুষও শোক জানিয়েছেন। মৃত্যুকালে মা,স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি ।
আজ শুক্রবার সকাল ৯ টা ভাদুলিডাঙ্গা শ্রী শ্রী শীতলতা মন্দিরের সামনে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে আউড়িয়া চারা বাড়ি মহাশ্মশানে তার শেষকৃত্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here