নড়াইল পুরাতন বাস টার্মিনালে বোমা হামলা

0
161

নড়াইল প্রতিনিধি: নড়াইল পুরাতন বাস টার্মিনালে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (২৩ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর মুহুর্তের মধ্যে দোকান-পাট বন্ধ হয় যায়। লোকজন ছোটাছুটি শুরু করে। পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানায়, রাত সাড়ে ৯টার দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল সন্ত্রাসীরা শহরের পুরাতন বাস টার্মিনাল মসজিদের সামনে পর পর ৩/৪টি বোমার বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মিরা ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে বিােভ করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম বলেন, এখানে আমিসহ দলের নেতা-কর্মিরা বসে সময় কাটাই। আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক আমরা শহরের সিসিটিভির ফুটেজ পর্যবেণ করে দেখব, তদন্ত করে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার আশ্বাস দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here