বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরনে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
212

স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরনে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নশীল দেশে উন্নয়ন সংক্রান্ত বাংলাদেশ সরকারের জাতীয় কমিটির আয়োজনে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ -৪ আসনের এম পি আনোয়ারুল আজিম আনার। এ উপলে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদনি শেষে আলোচনা সভাতে এমপি আনার বলেন, বঙ্গবন্ধু হতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এদেশে উন্নয়নের মাইল ফলক সৃষ্টি করেছে। রাস্তা ঘাট, শিা প্রতিষ্টান সহ সর্বত্রই আজ উন্নয়নের জোয়ার বইছে। বেড়ে গেছে দেশের মানুষের মাথাপিছু আয়। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সফলতায় আজ আমরা বিশে^র দরবারে এক উন্নয়নশীল রাষ্টের মর্ষাদা পেয়েছি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে আলোচনা সভাতে আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা মধুসুধন সাহা, সির্বাচন অফিসার আলমগীর হোসেন ও এ এফ মহিলা কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কালীগঞ্জ সরকারী এম ইউ কলেজের প্রভাষক সুব্রত নন্দীর সঞ্চালনায় এ অনুষ্টানে উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, বিভিন্ন শিা প্রতিষ্টানের প্রধানগন সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here