মণিরামপুরে লাল-সবুজ উন্নয়ন সংঘের শিক্ষা উপকরণ বিতরণ

0
266

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ মণিরামপুর শাখার উদ্যোগে টিফিনের টাকায় মেধাবী শিার্থীদের শিা উপকরণ বিতরণ, আলোচনা সভা, মাদক, বাল্য বিবাহ, ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন ও শপথ বাক্যপাঠ অনুষ্ঠাত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ-২০২২) সকালে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক আবদুল লতিফ। লাল সবুজ উন্নয়ন সংঘ মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরব সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধমিক শিা অফিসার বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, মণিরামপুর প্রেসকাবের সহ-সভাপতি, ওই বিদ্যালয়ের সিনিয়র শিক জি এম ফারুক আলম, পৌরসভার কাউন্সিলর আবদুল কুদ্দুস, সিনিয়র শিক শাহজাহান আলী। সার্বিক অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনের মণিরামপুর শাখার সাংগঠনিক সম্পাদক অভি হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মাহমুদ, অর্থ-সম্পাদক মেহেদী হাসান অনিক, দপ্তর সম্পাদক সৈয়দ নিশান, আইটি ও মিডিয়া তামিম হোসেন, নারী সম্পাদীকা তিথি দাস, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব সমাজ, কল্যাণ সম্পাদক তীর্থ কুুন্ডু, পরিবেশ ও কল্যাণ সম্পাদক মাহির ফয়সাল, সদস্য ফারিহা, তামিমা, দিয়া, সুমনা, রিয়া, বৈশাখী, বোরহান, সুমন, নাহিদ, কাইয়ুম ও তানভির প্রমুখ। উল্লেখ্য- সংগঠনের সদস্যরা সকলে শিার্থী। লাল সবুজ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিার্থীরা তাদের এক দিনের টিফিনের টাকা বাচিয়ে মেধাবী এই শিার্থীদের শিা উপকরণ প্রদান করেন। পরে তারা মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ নেয়।

যশোর জেলার বাঘাপাড়া উপজেলার ১নং জহুরপুর ইউনিয়নের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় বেতালপাড়া, এর নব নির্মিত ৪ (চারতলা) একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ৮৮,যশোর-৪ আসনের সংসদ সদস্য বাবু রনজিত কুমার রায, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী, উপস্থিত উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক বি,এম শাহ জালাল, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here