মেহেরপুরে দুর্ঘটনায় পিকআপ চালক ও হেলপার নিহত

0
273

মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার সলদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে পিকআপ চালক সাহাদত হোসেন (৪৫) ও একই উপজেলার নাগডেমরা গ্রামের মোজাহার মোল্লার ছেলে পিকআপের হেলপার ফারুক হোসেন (৪২)।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে মালবাহী একটি পিকআপ নিয়ে চালক সাহাদত ও হেলপার ফারুক চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক স্থানে পিকআপ গাড়িটি নষ্ট হয়ে যায়। গাড়ি মেরামত করার লক্ষ্যে মিস্ত্রির অপেক্ষায় তারা গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। ওই ধাক্কায় সাহাদত ও ফারুক ঘটনাস্থলেই নিহত হয়। সেই সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটিদল নিহত দু’জনের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।  এবং দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here