শ্যামনগরে দখলকারীদের কবল থেকে রক্ষা পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ

0
260

স্টাফ রিপোটার ঃ সরকারের অনুমোদিত ও অর্থায়নে আশ্রায়ন-২ প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত অসহায় হত দরিদ্র মহিলা অনিতার ঘর জোর পূর্বক দখলের আস্ফালনের বিরুদ্ধে ওসি, ইউএনও এবং ডিসি বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা চিংড়াখালী গ্রামের পরিমল বাইনের পুত্র দেবদাস বাইন বাদী হয়ে বিবাদী একই গ্রামের মধুসুধন মোড়লের পুত্র শম্ভু চরণ মন্ডল, চন্দনা মন্ডল, শম্ভুর স্ত্রী রিনা মন্ডলের বিরুদ্ধে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক, সাতক্ষীরা বরাবর অভিযোগে উল্লেখ করেছে তপশীল সম্পত্তি চিংড়াখালী মৌজার জেএল নং-৪২, এস এ খতিয়ান নং- ৭২, এসএ দাগ নং- ৫২৬,৫২৭,৫২৮, হাল দাগ- ১৬৮২, জমির পরিমান-১৭ শতক সম্পত্তি ১০/১০/১৯৮৭ ইং তারিখে এসএ রেকর্ডিয় ওয়ারেশ রবীন্দ্রনাথের নিকট থেকে ৭৭০৫ নং রেজিঃ কোবলা মুলে চিংড়াখালী গ্রামের কালিচরন বাইনের কন্যা অনিতা বালাল খরিদ করিয়া জীর্নশীর্ন কাঁচা খড়ের ঘর করে অতি কষ্টে দিন যাপন করছিলো। তার দেখা শোনা কেউ না থাকায় দেবদাস বাইন (পিশি মা বিধায়) দেখাশোনা করত। সরকারি অর্থায়নে আশ্রায়ন-২ প্রকল্প অনিতা বালাকে একটি টিনের ঘর বেধে দেয়। অতি কষ্টে দিন যাপন করছিলো অনিতা। ৫/৩/২২ তারিখ অনিতা বালা মারা যায়। দেবদাস বাইন তার শ্রাদ্ধ-সানি শেষ করে। দেবদাস স্ত্রী সহ উক্ত ঘরে বসবাস করছে। বিবাদীগণ অন্যায়ভাবে জোর পূর্বক উক্ত ঘর দখলের পায়তারা করছে। দেবদাস বাধা দিলে খুন জখমের হুমকি দিচ্ছে। তাদের এ জবর দখল থেকে রক্ষা পেতে দেবদাস বাদী হয়ে উক্ত জবরদখল কারীদের বিরুদ্ধে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। এ প্রেক্ষিতে শ্যামনগর থানা থেকে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here