যশোর অফিস : যশোরের ঝিকরগাছা সুমাইয়া আক্তার (২৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সাড়ে সাতটার দিকে উপজেলার পানিসারা ইউনিয়নের চাপাতলা গ্রামের ঝিনুকদাহ মাঠের ভিতর পটল ক্ষেতে থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নারী শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার।
যশোর পুলিশের মুখপাত্র জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সময়ের মধ্যে কেবা কারা অজ্ঞাত নামা নারীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে উপজেলা পানিসারা ইউনিয়নের চাপাতলা ঝিনুকদাহ গ্রামের মাঠের মধ্যে পটল খেতে ফেলে রেখে যায়। একই গ্রামের গোলাম মোস্তফা মাঠের পটল খেতে গেলে নারীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। যশোর ডি্ি পুলিশ বলছে,
হত্যার মূল রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।#