যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

0
267

স্টাফ রিপোর্টার: যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ১৯৭১ এর অকুতোভয় বীরশহিদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও ভালবাসায় যশোরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
এ দিবস উপলক্ষে শনিবার দিনব্যাপী জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। সরকারী বেসরকারী ভবনে করা হয় আলোসজ্জ্বা ।
জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের মুহুর্তে যশোর কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচির। কর্মসূচির মধ্যে ছিল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্টেডিয়ামে সমাবেশ, কুচকাওয়াজ, শহিদ মুক্তিযুদ্ধ পরিবারের সদস্য ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও খেলাধুলা, শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও আবৃত্তি, প্রবীণদের হাঁটা, জেলা প্রশাসন একাদশ ও পৌর নাগরিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা।
তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসক তমজিুল ইসলাম খানের নেতৃত্বে¡ পুরাতন বাস টার্মিনালস্থ বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নেতৃত্বে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান পুলিশ প্রশাসন।
শ্রদ্ধাঞ্জলি জানান, সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গনী খান পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জাসদের কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসকাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক ও তার সহযোগী সকল সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কলেজ, প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় এবং পরিবার ও ব্যক্তিগত উদ্যোগে পুরাতন বাসটার্মিনালের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। এছাড়া শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে দেশের মান সমুন্নত রাখতে মুষ্টিবদ্ধ শপথ পাঠ করান অ্যাড. মাহমুদ হাসান বুলু। এ সময় জোটভূক্ত সকল সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ৮টায় যশোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনার সাথে জাতীয় পতাকা উত্তোলনসহ সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
কুচকাওয়াজে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে ক বিভাগে যথাক্রমে সরকারি শিশু পরিবার, পূর্ব গাইদগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্যামনগর এতিম খান, খ বিভাগে (বালক) যথাক্রমে যশোর জিলা স্কুল, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ও যশোর কালেক্টরেট স্কুল, খ বিভাগে (বালিকা) যথাক্রমে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ও সকিনা বালিকা উচ্চ বিদ্যালয়, গ বিভাগে যথাক্রমে তালবাড়িয়া ডিগ্রি কলেজ, আলহাজ্ব মতিউর রহমান মহিলা ডিগ্রি কলেও ও উপশহর কলেজ। ডিসপ্লেতে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে যথাক্রমে সরকারি শিশু পরিবার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠত্ব অর্জনকারী এসব প্রতিষ্ঠানগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ঐতিহাসিক টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় সংগীত পরিবেশনার পর আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথি ছিলেন এমপি কাজী নাবিল আহমেদ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, পৌর মেয়র হায়দার গনী খান পলাশ ও সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। আলোচক ছিলেন বীরমুক্তিযোদ্ধা অ্যাড রবিউল আলম, এএইচএম মুযহারুল ইসলাম মন্টু ও আফজাল হোসেন দোদুল।
এ সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করে সম্মাননা ক্রেস্ট, পঞ্চাশ হাজার টাকার চেক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত পুরাতন বাস টার্মিনালস্থ বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে আরও শ্রদ্ধাঞ্জলি জানান, জেলা পরিষদ যশোর, সিভিল সার্জন অফিস, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এমএআইটি যশোর, সামাজিক বনাঞ্চল ও বন বিভাগ যশোর, প্রাণিসম্পদ দপ্তর, জেলা শিক্ষা অফিস, এলজিইডি, গণপূর্ত সার্কেল ও বিভাগ, বিআরডিবি, বিমান বন্দর কতৃপক্ষ, আনসার, সিনিয়র জেলা নির্বাচন অফিস, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, যশোর পল্লী বিদুৎ সমিতি, ব্র্যাক, যশোর সনাতন ধর্ম সংঘ, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্যুরো বাংলাদেশ যশোর অঞ্চল, কৃষিবিদ ইন্সটিটিউশন, মানবিক উন্নয়ন কেন্দ্র, ডাক বিভাগ, আশা, সড়ক ও জনপথ বিভাগ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হামিদপুর আল-হেরা কলেজ, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, উপশহর কলেজ, শিল্পকলা একাডেমি, নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ কতৃপক্ষ, জ্ঞানের মেলা মানবকল্যাণ সংস্থা, ওজেপাডিকো, আর্স বাংলাদেশ, বিটিসিএল, বিসিএমসি কলেজ, বাংলাদেশ টেকনিক্যাল কলেজ, সচেতন নাগরিক কমিটি, বিএডিসি পরিবার, কৃষি ব্যাংক যশোর, আইইবি, শিক্ষা বোর্ড যশোর, মহিলা পরিষদ যশোর জেলা শাখা, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, জাগপা, আইডিইবি যশোর, মাগুরা কল্যাণ ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর, কিংসুক, সুর নিকেতন, জাগরণী চক্র ফাউন্ডেশন, পুনশ্চ, উৎকর্ষ, মাইকেল সংগীত একাডেমি, প্রথম আলো বন্ধু সভা, ভৈরব, উদীচী, তীর্যক, বিবর্তন, জোনাল সেটেলমেন্ট অফিস, জয়তী সোসাইটি, যশোর কলেজ, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কতৃপক্ষ, নার্সিং ইনস্টিটিউট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহোযোগী মুক্তিযোদ্ধা সংসদ খুলনা বিভাগীয় ও যশোর জেলা, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, যশোর সিটি কলেজ, সোনালী ব্যাংক লিমিটেড, রুপালী ব্যাংক লিমিটেড, শুকতারা নারী কল্যাণ সংস্থা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, অগ্রনী ব্যাংক লিমিটেড, উপশহর মহিলা কলেজ, লোকসমাজ পরিবার, সিটি প্লাজা, যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যবিপ্রবি ছাত্রলীগ, শিক্ষক সমিতি যবিপ্রবি, নীল দল যবিপ্রবি, যবিপ্রবি কর্মচারী সমিতি, শেখ হাসিনা ছাত্র হল যবিপ্রবি, নাসিব যশোর জেলা শাখ, বাম গণতান্ত্রিক জোট, কমিউনিস্ট পার্টি যশোর, পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন, যশোর জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা কৃষকলীগ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, যশোর সরকারি কলেজ, সদর উপজেলা চেয়ারম্যান, তৃতীয় লিঙ্গের অর্পন মানবকল্যাণ সংস্থা, মুক্তিযুদ্ধ পাঠাগার যশোর, রেড ক্রিসেন্ট, স্বাধীনতা স্মৃতি যাদুঘর, পলিটেকনিক ইনস্টিটিউট, মুক্তিযোদ্ধা সাংসদ সন্তান কমান্ড, বাঁচতে শেখা, সখিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোর, পৌরসভা, প্রেসকাব যশোর, দৈনিক স্পন্দন পরিবার, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যশোর জেলা মহিলা আওয়ামী লীগ, জাতীয় মহিলা সংস্থা যশোর, যুব মহিলালীগ, যশোর শ্রমীকলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা মাইক লাইট সমিতি, এনজিও ফাউন্ডেশন, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা যুব শ্রমিকলীগ, নাগরিক অধিকার আন্দোলন যশোর, জেলাপূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here