আখ চাষ করে লাখপতি চৌগাছার দিনমজুর আজিজুর রহমান

0
273
Exif_JPEG_420

চৌগাছা প্রতিনিধি : আখ চাষ করে নিজ প্রচেষ্টায় দিনমজুর থেকে লাখপতি হয়েছেন যেশোরের চৌগাছার আজিজুর রহমান। দৃঢ় বিশ্বাস আর একান্ত প্রচেষ্টায় কয়েকশতক বর্গা জমিতে আখ চাষ শুরু করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। এক সময়ের ঠেলা বয়ে নিয়ে বেড়ানো আজিজুর আখ চাষে সফতলার পর সাথি সফস হিসেবে উচ্চ ফলনশীল সবজি চাষেও সফলতা অর্জন করেছেন।
আজিজুর রহমান যশোরের চৌগাছা পৌর এলাকার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়ার দরিদ্র রাজমিস্ত্রি গোলাম মোস্তফার ছেলে। বাবার দারিদ্রতার কারনে স্কুলে যাওয়া হয়নি তার।
আজিজুর রহমান জানান, দরিদ্র পিতা দিনহাজিরায় রাজমিস্ত্রির কাজ করতেন। একশতক জমিও ছিলনা তাদের। খেয়ে না খেয়ে অন্যের জায়গায় জুপড়িতে অনেক কষ্টে দিন পার হতো তাদের। দিন হাজিরায় কাজ করে বাবা যে আয় করতেন তাতে নুন আনতে পানতা ফুরাতো। শিশুকালেই বাবার সাথে কাজে যোগ দেয় আজিজুর। যে কারনে লেখাপাড়া হয়নি তার। তিনি জানান, একমুঠো ভাতের জন্য রোদ বৃষ্টিতে অনেক কষ্ট করে সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত ঠেলা বয়ে নিয়ে বেড়িয়েছেন তিনি।
‘ তিনি বলেন, সবচেয়ে বেশি বিপদে পড়ি বিয়ের পরে। বাড়িতে নতুন বউ, ঘরে নেই খাবার। কি করি কিছুই ভেবে পাচ্ছিলামনা। কোনো কিছুতেই জুটত না দুই বেলার খাবার’।
তার আখ ক্ষেতে বসে প্রতিবেদকের সাথে কথাগুলো অবলিলায় বলছিলেন আজিজুর রহমান। ২০০২ সালের দিকে এক পর্যায়ে বাড়ির পাশের আখের রস বিক্রেতা বীর মুক্তিাযোদ্ধা মুজিবুর রহমানের পরামর্শে বর্গা জেিমত আখ চাষের পাশাপাষি ঠেলা নিয়ে বাজারে রস বিক্রি শুরু করেন তিনি। এতেই বদলে যায় জীবন। এখন আজিজুর রহমানের ৫ বিঘা বর্গা জমিতে আখ ও সবজি চাষ রয়েছে। প্রতি বছরে বর্গা জমির মালিকদের দিতে হয় ৬০-৭০ হাজার টাকা। ৩৩ শতাংশ জমিতে ৪০ হাজার টাকা খরচ করলে ৫’শ মনেরও বেশি আখ উৎপাদন হয়। প্রতিমণ আখের বর্তমান বাজার মূল্য ৫-৬’শ টাকা। আজিজ জানায় তার ক্ষেত থেকে যশোরের বিভিন্ন অঞ্চল থেকে রস বিক্রেতা আখ কিনে নিয়ে যায়। বাকিটা নিজেই রস বিক্রি করেন। নিজে রস বিক্রি করতে পারলে এক বিঘা জমিতে ৮ থেকে ১০ লাখ টাকা আয় করা যায়। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুপুর পর্যন্ত তার ক্ষেতে কাজ করনে। এবং দুপরের পরে বাজারে রস বিক্রি করেন।
আজিজুর রহমানের অভিযোগ তিনি চৌগাছা কৃষি অফিস থেকে কোনো সগযোগীতা পাননি। আজিজ বর্তমানে ভিটে জমি ক্রয় করে ২০ লাখেরও বেশি টাকা খরচ করে সেখানে একটি পাকা বাড়ি নির্মান করেছেন। সেখানে তার বাবা-মা ও স্ত্রী এবং তিন সন্তান নিয়ে সুখেই বসবাস করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here