শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

0
279

জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় আবু শামা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ শে মার্চ) রাতে যশোর- বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু শামা উপজেলার চটকাপেতা গ্রামের মৃত আইনউদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা যায়,সন্ধ্যায় বাড়ীর ব্যবহৃত গ্যাসের চুলা মেরামত করার জন্য বাইসাইকেল নিয়ে শার্শা কামারবাড়ী বাজারে আসছিলো।পথিমধ্যে কামারবাড়ী মোড়ে পৌছালে বেনাপোল গামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নাভারন হাইওয়ে থানার ওসি মন্জুরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। এখনি ফোর্স পাঠিয়ে পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্টা চালানো হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here