বাগেরহাট রাখালগাছিতে হতদরিদ্র ও দিনমজুরদের মধ্যে চাল বিতরণ

0
261

বাগেরহাট ব্যুরো : বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়নের কৃতি সন্তান মরহুম আবুল মাসুম (স্যার) ফাউন্ডেশনের প থেকে শুক্রবার সকাল ৯ টায় সুগন্ধি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে ২৫০ জন দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মরহুম আবুল মাসুম স্যারের ভাতিজা হাসান আল মামুন বাপ্পি উপস্থিস থেকে এ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান আবু শামিম আসনু, হাকিম মল্লিক, শেখ আলিমুল ইসলাম বাচ্ছু, শেখ দিলদার প্রমুখ। এই চাল পাওয়ার পরে শেখ আবুল মারুফ জানান, বর্তমান বাজারে সব জিনিসের দাম অনেক বেশি তা ছাড়া সামনে পবিএ রমজান মাস। এতে করে এই ১০ কেজি চাল পেয়ে তার পরিবারের কিছুটা হলে ও সাশ্রয় হবে বলে জানান তিনি। হাসান আল মামুন বাপ্পি জানান, আমার চাচা রাখালগাছি ইউনিয়নের এক জন জনপ্রিয় মানুষ ছিলেন, তার জন্য প্রতি বছর২/১ বার এলাকার দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে কিছু না কিছু সহযোগীতার চেষ্টা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here