যশোরে পুনাক বাজারের উদ্বোধন

0
296

স্টাফ রিপোর্টার : যশোরে নতুন করে আবারো পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বাজারের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের গাড়িখানা রোডে পুনাক মাঠে বাজার বসেছে।আনুষ্ঠানিকভাবে যশোরের পুনাক বাজারের উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম চাঁন, শিমুল ভূঁইয়া, স্বপন ইসলাম, রেজাউল ইসলাম, মোহাম্মদ আকাশ ও জনি হোসেন।বাজার পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম চাঁদ বলেন, ‘পুনাক মাঠে বিভিন্ন ধরণের বাজার অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবার রমজান উপলক্ষে আবারো পুনাক বাজার বসছে। পুনাক বাজারে সুলভ মূল্যে বিভিন্ন ধরণের পণ্য পাওয়া যাবে। রমজান উপলক্ষে বিশেষ ছাড় দেয়া হবে। সব শ্রেণির মানুষ এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here