মাগুরায় কৃষকের সাড়ে ৩ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

0
245

স্টাফ রিপোর্টার ঃ মাগুরার শালিখা উপজেলার সাবলাহাট গ্রামে কৃষক জিহাদ আলীর দেড় বিঘা জমির ধান, মতিয়ার রহমানের ১ বিঘা জমির ধান, হালিমের ১ বিঘা জমির ধান ঘাস মারা কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তিগ্রস্ত কৃষক জিহাদ আলী বলেন, আমি অনেক কষ্ট করে ও ঋণগ্রস্ত হয়ে মাঠে দেড় বিঘা জমিতে ধান চাষ করেছি। দুর্বৃত্তরা আমার সব ধান পুড়িয়ে দিয়েছে, আমি এখন সংসার চালাবো কি করে। আর ঋণ পরিশোধ করবো কিভাবে। তিনি আরও বলেন বুধবার রাতে আমার জমিতে সেচ দিয়ে অন্যের জমিতে পানি ছেড়ে দিয়ে মেশিনের ঘরে বসে আছি। কিছু সময় পর ঘর থেকে বেরিয়ে দেখি সাবলাট গ্রামের বিডিআরের দলের লোকজন লিয়াকত, মোশারেফ, খোকন, ইমন, তাহের বিশ্বাস, জাকের, শহর, রিংকু, আরজ আলী, বক্কার সহ ১০-১২ জন ধানে স্প্রে করছে, আমি এগিয়ে গেলে ওরা পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে দ্ব›দ্ব চলে আসছে। একটা দলের নেতৃত্ব দেন আইয়ুব হোসেন (বিডিআর) ও আরেক দলের নেত্ত্বৃ দেন (মহাব্বত -ছবেদ মোল্যা)। সামাজিক দলাদলি নিয়ে তিন মাস আগে প্রতিপরে হামলায় নিহত হন শরিফুল ইসলাম। আরও জানা যায় সাবলাহাট গ্রামের তিগ্রস্ত কৃষক মতিয়ার রহমান ও হালিম বলেন, শরিফুল হত্যা মামলায় গ্রেপ্তার আসামীদের পরিবারের সদস্যরা আমাদের জমির ধান পুড়িয়ে দিয়েছে। আরও অভিযোগ করেন দুর্বৃত্তরা আইয়ুব হোসেনের(বিডিআর) নির্দেশে আমাদের ধান পুড়িয়েছে। তারা বলেন, মানুষের সাথে মানুষের শত্রæতা, ফসলের সাথে মানুষের কিসের শত্রæতা। আমরা এই ন্যাক্কার জনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রæত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাই। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দীন মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। শালিখা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি, এখনো লিখিত অভিযোগ পায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here